শূন্য থেকে শুরু, শূন্য দ্বারাই ভরপুর। তবে সেটা নাম্বারের পূর্বে নয়, পরের দিকে। আরো ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে পারবেন কোটিপতি সাহাবি PDF বইটি পড়লে।
মানুষের জীবনের ৩টি ধাপ:
১। শৈশব - কৈশর
২। পড়াশোনা
৩। ক্যারিয়ার
প্রথম দুটি আরামে গেলেও, ৩ নাম্বারে আসার পর শুরু হয় জীবনের আসল রূপ দেখা। যে যত আগে এই ধাপে যেতে পারে তার তত ফ্রুটফুল জীবন।
ক্যারিয়ার জীবনে কেউ বেছে নেয় চাকরি কেউ বেছে নেয় ব্যাবসা - বাণিজ্য। দুটোর কোনোটাই খারাপ না। যার যেমন ইচ্ছা সে সেদিকেই এগিয়ে যেতে পারে দৃঢ়ভাবে।
আমাদের সিলেটের একজন চটপটি বিক্রেতা ছিলেন, নাম তার নূর ভাই। সন্ধ্যার দিকে তার দোকানে মানুষের ভীড় লেগে যেত। একে ত দারুণ করে বানাতেন, দ্বিতীয়ত ব্যাবসা করতেন সৎভাবে, ব্যাবহারও দারুণ ছিল। মানুষের আস্থা অর্জন করতে নূর ভাই বেশ সময়ও নেননি, দামও ছিল নাগালে। অথচ একই দামে অন্য দোকানে মিলত না অর্ধেক পরিমাণও।
সেই ব্যাবসা করে নূর ভাই জায়গা জমি, বাড়ি করেছেন। শুনেছিলাম রাতে তিনি ব্যাগ ভরে টাকা নিয়ে যেতেন। তার ব্যাবসায় আল্লাহ এত বরকত দিয়েছেন নিজ চোখেই দেখেছিলাম।
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই মানুষ ব্যাবসা করে আসছে। এপ্রান্ত হতে ওপ্রান্ত ছুটে বেড়িয়েছে শুধুমাত্র ব্যাবসার জন্য। ইরান-তুরান, সিল্ক রোড, বাইজেন্টাইন, রোমান এম্পায়ার, আরব এদের সবারই প্রধান কাজ ছিল ব্যাবসা করা।
মুসলিমদের আসার পূর্বেও ব্যাবসা ছিল আরবের প্রধান কাজ। মক্কা নগরীর এমন কেউ বাকি ছিল না যারা ব্যাবসা করেনি। আল্লাহর নবীও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যাবসা করেছিলেন তার যৌবনে। তার সাহাবীর (রাদ্বিয়াল্লাহু আজমাইন) অনেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন ছোট থেকেই। তাদের একেক জনের ছিল কোটি কোটি পরিমাণ টাকা।
আশ্চর্যের ব্যাপার হলো, এত টাকা থাকা সত্ত্বেও তাদের অহংকার কিংবা কঠিন হৃদয়ের হতে দেখেনি কেউ কোনোদিন। এত টাকা সত্ত্বেও তারা দান করতেন রোজ। এটা যেন তাদের খাদ্যাভ্যাসের মতন ছিল। সদকা সম্পদ বাড়ায় আসলেই সত্য।
বইটিতে আপনাকে লেখক সেই পৃথিবী থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। বইটিতে লেখক সাহাবিদের জীবনের ঘটনা তুলে এনে দেখিয়েছেন যে, কেন আমাদের সুযোগ হলে ব্যাবসা করা উচিত। কেন আমাদের এদিকে নজর দেয়া উচিত।
সাহাবীরা কীভাবে ব্যাবসা করতেন, তারা কীভাবে নিজেদের ইনকাম আউটকাম ব্যালেন্স করতেন। কীভাবে তারা তাদের ব্যাবসাকে এগিয়ে নিয়ে যেতেন তা এক ভিন্নরূপে দেখতে পারবেন।
একজন তাকওয়াবান মুসলিম যখন ব্যাবসার মালিক হয় সে অন্যের উপকার করে, সে ইসলামকে মূলনীতি ধরে ব্যাবসা চালিয়ে যায় যার ফলে তার ব্যাবসায় এবং তার অধিনে চাকরি করা সবার উপরও বরকত নেমে আসে। সে চাইলে হয়ে উঠতে পারে একজন জুনায়েন জামসেদ।
এই বই থেকে বেশ একটা হেল্পফুল হয়েছি। কয়েকটা বাক্য হৃদয়ে এত জোরে নাড়া দিয়েছে তা বলার মতন নয়। মানুষ ধাক্কা না খেলে চোখ খুলে না। এই বাক্যগুলো খুলে দিয়েছে আমার চোখকে। আলহামদুলিল্লাহ।
বর্তমানে চাকরি করলেও আমরা অনেক সময় ভুলে যাই যে, রিজিকদাতা হলেন আল্লাহ। ম্যানেজার কিংবা কোম্পানি নয়। আমরা ভুলতে বসেছি রিজিক পেতে হলে হাত গুটিয়ে না বসে কাজ করে যেতে হবে।
আমাদেরকে যুহদের গল্প বলে অনেক কিছু জোরপূর্বক খাওয়ানো হয়েছে যাতে করে আমরা চুপচাপ বসে থাকি। আসলে এগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে না দেয়ার ফলে অনেকে অন্যভাবে নিয়ে থাকেন। আশা করি এই বই পড়ার পর পানির মতন ক্লিয়ার হবে অনেক ভুল ধারণা।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তাকওয়ার অধিকারী লোকেদের ধন-সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই। আর মুসলিমত এমনই হবে, হাতে দুনিয়া, হৃদয়ে আল্লাহ।
বইটির সূচিপত্রের স্কিনসট দেখুনঃ
বইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিনঃ
বইয়ের নামঃ কোটিপতি সাহাবি
বইয়ের লেখকঃ আরিফুল ইসলাম
বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২ টি
প্রকাশনীঃ ইলহাম
ক্যাটেগরিঃ সাহাবীদের জীবনী PDF বই
বইটির পিডিএফ সাইজঃ ৩ এমবি
কোটিপতি সাহাবি PDF বই Download
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Comments
Post a Comment
Please don't leave bad comments