মুমিনের ক্যারিয়ার ভাবনা PDF বই Download | ডা. শামসুল আরেফীন

মুমিনের ক্যারিয়ার ভাবনা PDF

মুমিনের ক্যারিয়ার ভাবনা PDF বই free download লেখক ডা. শামসুল আরেফীন। পিডিএফ সাইজঃ ১৫ এমবি।

ইউরোপ Aim in Iife বলতে যে জিনিসটাকে বোঝে, আমরাও তার থেকে আলাদা কিছু বুঝি না, ভাবি না। বরং একই চিন্তা চেতনা আমাদের মনে গেঁথে আছে। সফল নারী, সফল ব্যক্তি এসব টার্মে আমরা তাই বুঝি, ইউরোপ যা বোঝে ও বোঝায়।

কিন্তু কেমন হবে একজন মুমিনের ক্যারিয়ার ভাবনা? কী হবে তার জীবনের উদ্দেশ্য?
প্রকৃত ক্যারিয়ার কনসেপ্ট বনাম আমাদের গতানুগতিক ধারণা। ক্যারিয়ার বনাম ক্যারিয়ারিজম। মানুষের ক্যারিয়ার ও তার সম্মান কী সমানুপাতিক? ব্যক্তির রিজিক ও তার ক্যারিয়ার কী ওতপ্রোতভাবে জড়িত?

বোনদের ক্যারিয়ার বনাম ক্যারিয়ারিজম। শিক্ষা, মিডিয়া ও কালচারালদের শেখানো ক্যারিয়ার ওম্যান বনাম আসল ক্যারিয়ার ওম্যান। ভিক্টোরিয়ান যুগে নারী বনাম বর্তমান।

বইটি পড়ে উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর জানার মাধ্যমে আপনার সামনে ক্যারিয়ার নিয়ে নতুন ভিউ উন্মোচিত হবে।

📌পাঠ প্রতিক্রিয়া:
১. রিজিক নিয়ে গতানুগতিক যে ধারণা ছিল তা একদম সহজে বুঝতে পেরেছি।

২. রিজিক বলতে সাধারণত বস্তুগত জীবনোপকরণ বুঝতাম। কিন্তু রিজিক যে শুধু বস্তুগত উপকরণ নয়। বস্তুগত রিজিক আল্লাহ আমাদের কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কযুক্ত করেছেন। জীবিকার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। কিন্তু অবস্তুগত রিজিক আসে আল্লাহ তায়ালার থেকে। তা অত্যন্ত চমৎকার ভাবে বুঝতে পেরেছি।

৩. প্রকৃত সম্মান কিসে নিহিত। ক্যারিয়ার দ্বারাই স্রেফ সম্মান আসে এমন নয়। প্রকৃত সম্মান আল্লাহর দাসত্বে নিহিত রয়েছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর হয়েছে।

৪. ফরজ আয়ের পরিমাণ কেমন হবে? সঞ্চয় কখন করব। সঞ্চয়ে প্রয়োজনীয়তা কতটুকু। সাহাবিদের জীবনযাপন কেমন ছিল। তাদের জীবিকা, সঞ্চয়ের মূল ভিত্তি কি ছিল। আমাদের কেমন হওয়া উচিত। সেটা নিয়ে গঠনমূলক ধারণা পেয়েছি।

৫. জীবিকা নির্বাহের জন্য চাই পুঁজি কিন্তু পুঁজি আহরণে ব্যস্ত হয়ে মাথায় কখন যে পুঁজিবাদী মানসিকতা চলে আসে তা বুঝা দুরূহ। কিন্তু এই সুক্ষ্ম বিষয়টি লেখক সুন্দর করে বুঝিয়েছেন।

৬. বোনদের ক্যারিয়ার নিয়ে লেখক একটু বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন। গবেষণা নির্ভর আলাপন। যা বোনদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।

৭. ক্যারিয়ার মানে শুধু চাকরির মুখাপেক্ষিতা নয়। ক্যারিয়ার মানে উদ্যোক্তা হওয়াও।

📌মন্তব্য: ক্যারিয়ার নিয়ে প্রচলিত ধ্যানধারণা নিয়ে বইটি পড়তে শুরু করলে, পাঠক অনেক ক্ষেত্রেই আশাহত হবেন; অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। কিন্তু দিনশেষে পাঠক বইয়ে আলোচ্য বিষয় ভালোভাবে আত্মস্থ করতে পারলে, একজন আত্মসমর্পণকারী মুসলিম এবং ইসলামের আদর্শ দৃষ্টিভঙ্গির মানদণ্ডে ক্যারিয়ারকে মূল্যায়ন করতে পারবে।

📍পরিশিষ্ট:
মুমিনের টার্গেট, মুমিনের ক্যারিয়ার, দুনিয়া প্লাস আখেরাত মিলিয়ে। দুনিয়ার জীবিকা, দুনিয়ার মিশন, আখেরাতে আমার পজিশন এই মিলিয়ে আমার ক্যারিয়ার।

বইটির সূচিপত্রের স্কিনসট দেখুনঃ

বইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিনঃ

বইয়ের নামঃ মুমিনের ক্যারিয়ার ভাবনা
বইয়ের লেখকঃ ডা.শামসুল আরেফিন
বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২ টি
প্রকাশকাল: এপ্রিল ২০২৩
প্রকাশনীঃ চেতনা প্রকাশন
ক্যাটেগরিঃ ইসলামিক মোটিভেশনাল PDF বই
বইটির পিডিএফ সাইজঃ ১৫ এমবি
মুমিনের ক্যারিয়ার ভাবনা PDF বই Download
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Comments