চিত্রসহ তাজবীদ সংকলন Pdf book free download | মুফতী রাকিবুল ইসলাম

chitrosoho-tajvid-sonkolon-pdf
সঠিকভাবে কুরআন শেখার জন্য চিত্রসহ তাজবীদ সংকলন pdf বইটির গুরুত্ব অনেক বেশী। তাজভীদ শিক্ষার একবারে সহজ ও এতো সাবলিল দলিলভিত্তিক তত্ত্ব ও তথ্যবহুল প্রামাণ্যচিত্র সহ সম্বলিত নির্ভরযোগ্য বই আমি এর আগে আর কখনো দেখি নাই।

বইটিতে  নিম্নোক্ত বৈশিষ্ট্যে মণ্ডিত করার চেষ্টা করা হয়েছেঃ

১। তাজভীদ বিষয়ে প্রাচীন ও আধুনিক গবেষকদের গবেষণার আলোকে বইটি প্রস্তুত করা হয়েছে।

২। প্রয়োজনীয় স্থানে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে

৩। সহজে হৃদয়াঙ্গমের জন্য তাজভীদের জটিল বিষয়গুলো চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়েছে।

৪। সহজ সাবলীল উপস্থাপনা ও গুছালো পরিপাটি বিন্যাস।

৫। তেলাওয়াতের ক্ষেত্রে বহুল প্রচলিত ভুলগুলো চি করে দেওয়া হয়েছে।

৬। কিতাবের শেষে মাকামাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

৭। প্রয়োজনীয় চিত্রে QR code যুক্ত করা হয়েছে। ফলে স্ক্যানার ব্যবহার করে চলমান চিত্রের মাধ্যমে ড. আইমান সুওয়াইদের কণ্ঠে হরফের সঠিক উচ্চারণ আয়ত্ত করে নিন।

আল্লাহ তা'আলার কাছে দুআ করি, তিনি যেন আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন যা একমাত্র তাঁরই তাওফীকে সম্ভব হয়েছে এবং একে আমাদের নাজাতের এবং মা'হাদুল কুরআন ওয়াস সুন্নাহ-র মাকবূলিয়াতের উসীলা বানান আমীন।

সংক্ষিপ্ত সূচিপত্রঃ

সম্পুর্ন সূচিপত্র দেখে নিনঃ

বইটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিনঃ

বইয়ের নামঃ চিত্রসহ তাজবীদ সংকলন
বইয়ের লেখকঃ মুফতী রাকিবুল ইসলাম
বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৯ টি
প্রকাশনীঃ মাহাদুল কুরআন ওয়াসসুন্নাহ
ক্যাটেগরিঃ কুরআন শেখার PDF বই
বইটির পিডিএফ সাইজঃ ৩০ এমবি

চিত্রসহ তাজবীদ সংকলন PDF বই Download

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Comments